স্টাফ রিপোর্টার::
মেধাবী শিক্ষার্থী কবির হোসেনকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বালু-পাথর ও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে লেখাপড়ার খরচ ও সংসারে অর্থের জোগান করতো সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের শুকুর আলীর পুত্র কবির হোসেন। তাছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নকালে লজিং থেকে ছাত্র পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে। কিন্তু এইচএসপি পাশ করার পর উচ্চশিক্ষার ভর্তির জন্য খরচের সংস্থান করতে না পেরে অসহায় হয়ে পড়েছিল কবির। এক পর্যায়ে ভর্তি সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তিনি তাৎক্ষণিক তাকে ভর্তি সহায়তা দেন। ভর্তি সহায়তা পেয়ে কবির হোসেন বলেন, আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো। কিন্তু ভর্তির খরচ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। জেলা প্রশাসক স্যার এগিয়ে আসায় আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ সহজ হয়েছে। আমি উনার প্রতি কৃতজ্ঞ।
এদিকে ভর্তি সহায়তার পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তার বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন।