স্টাফ রিপোর্টার::
গণশুনানীর মাধ্যমে হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণ কাজে সকল পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠন, অবিলম্বে বাঁধ নির্মাণ কাজ শুরু পাউবোর দায়িত্বরত শাখা শাখা কর্মকর্তা (এসও) এর বদলিসহ নানা দাবিতে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত মানবন্ধনে হাওর আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর হাওরের ফসলের সুরক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। এবার প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া দিয়েছে। নীতিমালা অনুসারে হাওরের জমির প্রকৃত মালিক ও কৃষকদের নেতৃত্বে গণশুনানীর মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও সেটা বাস্তবায়ন হচ্ছেনা। গত বছরগুলোর নির্মিত বেড়িবাঁধ অক্ষত থাকলেও সেখানেই নতুন করে লাখ লাখ টাকা বরাদ্দ দিয়ে সরকারি অর্থ নয়ছয়ের চেষ্টা চলছে। কোন কারণ ছাড়াই বিভিন্ন হাওরে গত বছরের চেয়ে তিনগুন পিআইসি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ গত দুই বছরের কঠোর নজরদারির কারণে বাধের কাজ উন্নন হওয়ায় এখনো বেশিরভাগ বাধ অক্ষত আছে। বক্তারা বলেন। নীতিমালা অনুযায়ি সংশ্লিষ্ট হাওরের কৃষকদের প্রাধান্য দেয়ার কথা থাকলেও এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা পিআইসি করছেন। এছাড়াও বক্তারা দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার ফলে এসব অনিয়ম দুর্নীতির সাথে পাউবোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা জড়িত আছেন। তাদেরকে বদলি করা হলে অনিয়ম কিছুটা হলেও রোধ করা যাবে বলে মনে করেন হাওরবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলনের নেতা সুকেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, নির্মল ভট্টাচার্য্য, ইয়াকুব বখত বহলুল, রবিউল ইসলাম, সালেহীন চৌধুরী, শহীদনূর আহমেদ, আল আমীন, আফরোজ রায়হান, জুয়েল মিয়া প্রমুখ।