1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমিপি রতন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৪.৩৩ পিএম
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জ ১আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার করা প্রয়োজন। মাদক মুক্ত সমাজ গড়তে, শরীর ও মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকে যারা শিক্ষাথী তারাই আগামী দিনে কান্ডারী। তাই শিক্ষা গ্রহনের সাথে সাথে খেলাধুলা ও ভাল কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন অ্যাথলেটিকস ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতি আয়োজনে বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি ষ্ঠেডিয়ামে উপজেলা নিবাহী কমকর্তা বিজেন ব্যানাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,খালেদা বেগম,উপজেলা আ,লীগের উপদেষ্টা আব্দুস ছোবাহান আখঞ্জি,সভাপতি আবুল হোসেন খাঁ,উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,আ,লীগের দপ্তর সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রমেন্দ্র বারায়ন বৈশাখ,ওসি আতিকুর রহমান,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কমকর্তা মিজানুর রহমান,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,রায়হান উদ্দিন রিপন,ছাত্রলীগ সভাপতি আবুল বাসার,সাধারণ সম্পাদক তুষারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষাথীরা। পরে হাওর রক্ষা বাঁধ নিয়ে পিআইসি সহ সংশ্লিষ্টদের নিয়ে দুপুরে আলোচনা সভায় মিলিত হন। পরে মুজিব বর্ষে উপলক্ষে বিকালে দক্ষিন শ্রীপুর ইউনিয়নে মোয়াজ্জেমপুর স্কুল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখেন। পে শতাধিক গাছ রোপন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!