স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আবারও বিআরটিসির চলন্ত বাসে হামলা করেছে দৃবৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে শান্তিগঞ্জ ফিশারি এলাকায় চলন্ত বাসে পাথর ছুড়ে মারলে বাসের জানালা ভেঙ্গে যায়। এতে একজন যাত্রী আহত হন। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
উল্লেখ্য সুনামগঞ্জ সিলেট সড়কে গণদাবি আন্দোলনের মুখে বিআরটিসি বাস চালুর পর থেকেই বাস বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিক সমিতি। এর আগে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের মালিকানাধীন গাড়ির চালক বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির জানালা ভেঙ্গে দিয়েছিল। এ ঘটনায় জহিরুল ও তার চালকসহ দুজনের বিরুদ্ধে মামলা হলেও বিষয়টি চাপা দিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ আছে। জহিরুল ইসলামের বাড়ি বাস আক্রান্ত হওয়া দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায়।
যাত্রীরা জানান, শুক্রবার সন্ধ্যায় বিআরটিসির চলন্ত বাসটি শান্তিগঞ্জের ফিশারি এলাকায় এসে পৌঁছলে চলন্ত বাসের বাম দিকে কে বা কারা পাথরের ঢিল ছুড়ে। এতে বাসের জানালার গ্লাস ভেঙ্গে একজন অজ্ঞাতনামা যাত্রী আহত হন। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি থামালে কয়েকজন সাহসী যাত্রী বাস থেকে নেমে হামলাকারীদের ধাওয়া দিলে সে পালিয়ে যায়। যাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিআরটিসির সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প গ্রাম হবে শহর থেকে সুনামগঞ্জ সিলেট সড়কে গণআন্দোলনের মুখে গুটি কয়েকটি বাস দিয়ে যাত্রা শুরু করেছে বিআরটিসি। শুরুর পর থেকেই মালিক-শ্রমিকরা বাধা দিয়ে আসছে। এর আগে মালিক সমিতির সভাপতির চালক আমাদের গাড়ি ভাংচুর করেছে। আমরা মামলা করেছি। কিছুদিন আগে আমাদের কাউন্টারে গিয়ে হামলা ও ভাংচুর করে ম্যানেজারকে মারধর করেছে শ্রমিক ও মালিকের লোকজন। আজকে আবারও চলন্ত বাসে হামলা করেছে। আমরা এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। তারা সরকারকেই চ্যালেঞ্জ দিয়ে যাত্রীদের অধিকারে হস্থক্ষেপ করছে।
বাসযাত্রী আব্দুল মালিক বলেন, পরিবহন মালিক শ্রমিকরা প্রতিযোগিতামূলক ব্যবসাকে ভয় পায়। তারা গুন্ডামি করে প্রধানমন্ত্রীর সেবাকে চ্যালেঞ্জ দিয়েছে। বারবার তারা বিআরটিসি বাসে আঘাত করছে। তারা এতই শক্তিশালী যে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা। আজকেও তাদের ভাড়াটে লোকজনই হামলা করেছে বলে আমরা মনে করি।
প্রসঙ্গত গত ২৫ জুন গোবিন্দগঞ্জ এলাকায় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের গাড়ির চালক আরিফ বিআরটিসি বাসের জানালা ভেঙ্গে দিয়েছিল। গত ১৩ ডিসেম্বর সুনামগঞ্জে বিআরটিসি কাউন্টারে গিয়ে হামলা করেছিল শ্রমিকরা। এ ঘটনায় কাউন্টারের ম্যানেজার নূর উদ্দিন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, বাসে হামলা বা ভাংচুরের কোন খবর পাইনি। থানায় অভিযো দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।