স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার মঈনুল হক কলেজের অধ্যক্ষ কর্তক দুই ছাত্রী লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গত শনিবার অধ্যক্ষ কর্তৃক এইচএসসি দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী ক্যাম্পাসে নির্যাতিত হওয়ার প্রেক্ষিতে তিনি এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জাতীয় পত্রিকা, টেলিভিশন ও স্থানীয় পত্রিকায় ছাত্রী নির্যাতনের সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক তদন্তের মাধ্যমে যথাযত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বৃহষ্পতিবারের মধ্য প্রতিবেদন জমা দানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিনের অপসারণ দাবিতে ক্যাম্পাসে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ ও তার স্ত্রীর অপসারণ দাবি করে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলেজ পরিচালনার দাবি জানিয়েছেন।
রবিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই প্রতিবেদককে বলেন, দুই ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।