স্টাফ রিপোর্টার::
চ্যানেল আই’র প্রকৃতি মেলা উপলক্ষে সুনামগঞ্জে র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের পুরাতন্ বাস স্টেশন থেকে র্যালীটি বের হয়। শহরের প্রদান প্রধান সড়ক পদক্ষিণ করে র্যালীটি।
র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকেট এনাম আহমদ, চেম্বারের পরিচালক জিএম তাশহীজ, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, খলিল রহমান, মাসুম হেলাল প্রমুখ।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আলোচিত বিষয় হচ্ছে পরিবেশ বিষয়ক সচেতনতা। দিন দিন কমে যাচ্ছে গাছ-পালার পরিমাণ। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে প্রতিনিয়তই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সুষ্ঠু ও সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে পরিবেশের কথা চিন্তা করতে হবে।
পরিবেশ রক্ষা পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করার তাগিদ দেন র্যালীতে অংশ নেয়া অতিথিরা। পাশাপাশি প্রকৃতি ও জীবন সংগঠনকে ধন্যবাদ দেয়া হয় পরিবেশ রক্ষায় কাজ করার জন্য।