স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশের পরিবর্তনের শেখ হাসিনা আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে আমরা সমবেত হয়েছি। এমন হাজারো কারণ রয়েছে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের, সব বলার প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই, আমাদের জন্য তাঁর মনে একটি বিশেষ স্থান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরো দুটি তিনটি প্রাতিষ্ঠানিক কাজ শেষ করে এই বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ করতে চাইছি।
সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, সুনামগঞ্জবাসীকে এখন স্বীকার করতে হবে, আমরা এখন আর আগের মতো বঞ্চিত, অবহেলিত অবস্থায় একপাশে পড়ে থাকা জেলা নই। আমরা বাংলার কেন্দ্রে অবস্থান করছি। উন্নয়নের মূলধারায় আমাদের স্থান। শুধু সুনামগঞ্জে নয়, দেশের সবত্র একটি নবজাগণ সৃষ্টি হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদনে আনন্দ মিছিল পরবর্তী জনসসমাবেশে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।