হাওর ডেস্ক ::
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শেষে একথা জানান । ডিবিসি টিভি
শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী রয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, শেষ হবে ২২শে ফেব্রুয়ারি । সকালের পরীক্ষা ১০ টা থেকে ১ টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অব্যশই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে।