স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বুধবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে গণসংযোগ করেছেন। দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিনের সভাপতিত্বে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ছুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগে নেতা তেরাব আলী, জসিম উদ্দিন, আব্দুল মুকিত, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন প্রমুখ।