ঢাকা: ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ফেডেরিকা মোঘেরিনি।
রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
ফেডেরিকা বলেন, হামলায় বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ কিছু লোক নিহত হয়েছেন। এ ধরনের হামলা বিশ্ব সম্প্রদায়ের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। সন্ত্রাস এখন বৈশ্বিক হুমকি। আর বিশ্ব সম্প্রদায়কেই এই সন্ত্রাস একসঙ্গে মোকাবেলা করতে হবে।
হামলায় আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকর্তাসহ নিহতদের স্বজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান ইইউর এ হাই রিপ্রেজেন্টেটিভ।
তিনি বলেন, এই দুঃসময়ে আমরা বাংলাদেশ সরকার ও এর জনগণের প্রতি সংহতি জানাচ্ছি। একইসঙ্গে সংহতি জানাচ্ছি এই হামলায় ক্ষতিগ্রস্ত অন্য দেশের সরকার ও জনগণের প্রতিও।