স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সুনামগঞ্জ প্রেসক্লাব কর্তৃত অনুষ্ঠান বর্জনের ঘোষণায় আয়োজকরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আয়োজক কমিটির আহ্বায়ক ও সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা প্রেসক্লাব সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর ও সাধারণ সম্পাদক লতিফুর রহমানকে ফোন করে অনাকাঙ্খিত ভুল ও নানা ত্রুটির কারণে দুঃখপ্রকাশ করেন। তিনি আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সাংবাদিকদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানান। শুক্রবার রাতে ফোন করে এ অনুরোধ জানান আহ্বায়ক।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু বলেন, অনুষ্টানের আহ্বায়ক ও মাননীয় সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার রব্বানী শাহানা আমাকে ফোন করে অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবসহ সকল সাংবাদিককের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।