1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জে ২৩০ মাধ্যমিকস্কুলে চলছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১২.২৮ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ২৩০টি মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ হাজার প্রতিনিধি নির্বাচিত হবে। যারা স্কুলের শৃঙ্খলা রক্ষায় কেবিনেটে কাজ করবে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুলে ৮টি পদের বিপরিতে অন্তত অর্ধ শতাধিক করে প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরাই।
শিক্ষার্থীরা জানিয়েছেন জীবনের শুরুতেই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা করছেন তারা। এতে ভবিষ্যতে রাষ্ট্রকাঠামোয় গণতন্ত্র সুসংহত হবে এবং সাধারণ জনগণও গনতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্র ও সরকারকে সুসংহত করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!