সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা ৮ কোটি, ৫৫ লাখ, ৮ হাজার, ৯শত ৫২ টাকা ব্যয়ে নতুন ভবণ শুভ উদ্ভোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শনিবার বিকেলে কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবণ শুভ উদ্ভোধন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম। উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী,ফেনারবাক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুস আব্দুস সাত্তার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুর রাজ্জাক মাষ্টার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগ নেতা আবুল আজাদ, জেলা শ্রমিকলীগ সদস্য সায়েম পাঠান প্রমুখ। প্রধান অতিথি এসপি রতন বলেন, গ্রাম হবে শহর, যোগ যোগ হবে উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয় গুলো মাধ্যমিক বিদ্যালয়ে পরিনিত হচ্ছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, বঙ্গ বন্ধুর সোনার বাংলাদেশে পরিনিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ।