স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন সদস্য প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অঞ্জন দাস এই জরিমানা করেন। তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলার জামালগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল মুকিত চৌধুরীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সাংসদের সঙ্গে উন্নয়নমূলক সভায় উপস্থিত থাকায় তাঁকে এই জরিমানা করা হয়। অন্য ১০জনকে নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার তৈরি করায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এঁরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কল্যাণব্রত তালুকদার ও গুল আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহজারুল ইসলাম উকিল, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মহিবুর রহমান তালুকদার ও ওমর ফারুক রশিদ, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী সানজিদা নাসরিন দিনা, ফেরদৌসি সিদ্দিকা, মদিনা আক্তার, সৈয়দা আমিনা আখঞ্জি ও সাদিয়া বখত।
নির্বাহী হাকিম অঞ্জন দাস ১১সদস্য প্রার্থীকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।