স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ফেনিবিল সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যোগে রবিবার এলাকার চার শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। সুনামগঞ্জের তরুণ ডা. নূরুল ইসলামের নেতৃত্বে একদল তরুণ ডাক্তার দিনভর রোগিদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরন করেন। এসময় এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা পেয়ে আয়োজক ও ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে সহযোগিতা করে সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন।
মেডিকেল ক্যাম্পে রোগিদের সেবা দেন ডা. এমদাদুল ইসলাম, ডা. সৈকত দাস, ডা. খসরু, ডা. অন্তু প্রমুখ।
ফেনিবিল গ্রামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা সেবা দেন ডাক্তাররা।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের খবর পেয়ে সকাল থেকে এলাকার দরিদ্র রোগিরা ফেনিবিল গ্রামে জড়ো হোন। রোগিদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। তারা বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারদের ব্যবস্থাপত্র ও ওষুধ পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী সুনামগঞ্জের নাক কান ও গলায় অভিজ্ঞ তরুণ ডা. নূরুল ইসলাম বলেন, এলাকার দরিদ্র মানুষকে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে উন্নত সেবা দিতে পেরে আমরা আনন্দিত। আয়োজকরা আমাদেরকে এ মহান কাজে ডাক দেওয়ায় আমরা কৃতার্থ। আমাদের সুনামগঞ্জের ডাক্তারবৃন্দ এভাবে মাঝে-মধ্যে সাধারণ রোগিদের সেবা দিলে তারা উপকৃত হবেন। ডাক্তারির মতো মহান পেশার প্রতিও মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে।