1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে আইসিটি প্রশিক্ষণ নিলো ২৫ জন শিক্ষক

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৯.১৯ পিএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ক্লাসরুমে ল্যাপটপ প্রজেক্টরে পাঠদান নিশ্চিত করতে সুনামগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘আইসিটি ইন এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলার ১১ টি উপজেলা থেকে আগত ২৫ জন শিক্ষককে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এ ১২ দিনের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল শনিবার আনুষ্টানিকভাবে প্রশিক্ষণার্থীদের তৈরী একাধিক পাঠ সংশ্লিষ্ট কন্টেন্ট উপস্থাপনের মধ্যে দিয়ে এ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষককের হাতে কোর্স সমাপনী সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।
জানাযায়, ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়ন এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখন ফল স্থায়ী ও শ্রেণিকক্ষে শিখন শেখনো কাজকে আকর্ষণীয় করতে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী জেলার জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৌশল্লা পাল বলেন, ১২ দিনের এ প্রশিক্ষণ ডিজিটাল ক্লাসরুম পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রর ভুমিকা রাখবে।
আবাসিকভাবে পরিচালিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্বপালন করেছেন পিটিআই সুনামগঞ্জের ইন্সাট্রাক্টর রাজিব হাসান এবং মোহিত হোসেন ।
সমাপনী বক্তব্যে কোর্স কো-অডিনেটর সুনামগঞ্জ পিটিআই সুপারিনটেডেন্ট নির্মল চন্দ্র শর্মা বলেন, শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্টে পাঠ উপস্থাপন করলেই এ প্রশিক্ষণ ও সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের সফলতা আসবে। তিনি জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষকদেরকেই এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!