স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মানে অনিয়ম দুর্নীতি লুটপাট ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সদ্য নিয়োগপ্রাপ্ত সিভিল সার্জ ডা. তওহিদ আহমদ কল্লোল কে বদলির প্রতিবাদে শনিবার বিকেলে ৪ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ জেলাবাসী, সচেতন নাগরিক সমাজ ও বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর (বাংলাদেশ শাখা) সিলেট এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে। তাছাড়া হাওররক্ষা বাধের দুর্নীতির প্রতিবাদ করায় জামালগঞ্জে মুক্তিযোদ্ধা ধীজেন্দ্র লাল রায়কে লাঞ্চিত করায় এর নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা সিভিল সার্জনের বদলির আদেশ বাতিল করে জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে তাকে পুনরায় নিয়ে আসার জন্য দাবি জানান। এছাড়া হাওরের ফসলরক্ষা বাধের কাজে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থারও আহ্বান জানান।
মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন ইয়ুথ ফ্রন্ট বাংলাদেশ শাখার সভাপতি রফিকুল ইসলাম খসরু, প্রধান সংগঠনটির সাধারন সম্পাদক তারেক আল মঈন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সংগঠনের ট্রাস্টি আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার সেক্টর ফোরাম সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, গনতন্ত্র পার্টি জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক গুলজার আহমদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক এম এ হাসিব, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া, সংগঠনের সহ-সভাপতি সুহেল আহমদ ও সাবি আল তারিখ প্রমুখ নেতৃবৃন্দ।
কর্মসুচিতে বিভিন্œ শ্রেণিপেশার লোকজন স্বতঃস্ফূর্ত ভাবে কর্মসূচীতে অংশ গ্রহন করেন। বক্তারা হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, পিআইসি গঠনে অনিয়ম দূর করে সত্যিকার অর্থে সুনামগঞ্জের কৃষকদের কৃষি জমির ফসল রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহনের মধ্য দিয়ে জেলা উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃনন্দ সদ্য নিয়োগ প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ তওহিদ আলম কল্লোলের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পূনঃনিয়োগ দেওয়ার দাবি জানান।
এদিকে পিআইসি গঠনে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় জামালগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল রায় কে স্বাথন্বেসী মহল শারীরিক ভাবে লাঞ্চিত করায় তারা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল রায় কে যারা শারীরিক ভাবে লাঞ্চিত করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন।