হাওর ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক শ্রমিক নিহত হয়েছেন; এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু জানান, রোববার বেলা ১১টার দিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারির কালাইরাগ এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (২৪) নেত্রকোণার খালিয়াজুড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সজল বলে, রোববার বেলা ১১টার দিকে কোয়ারিতে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ গর্ত ধসে পড়লে মাটিচাপা পড়েন তিন শ্রমিক। এ সময় রুবেল ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা গিয়ে অন্য দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সিলেটের কোয়ারিগুলোয় পাথর উত্তোলনে আদালদের নিষেধাজ্ঞা রয়েছে। পাথর তোলা থেমে নেই।
বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার জানান, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত শুধু ভোলাগঞ্জের কোয়ারিগুলোয় পাথর তুলতে গিয়ে ১২ শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তিনি বলেন, এছাড়া গত তিন বছরে কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলায় ২৬ ও জাফলংয়ে ২১ শ্রমিক মারা গেছেন। আর গোয়াইনঘাটের বিছনাকান্দিতে পাঁচ, কানাইঘাটের বাংলাটিলায় ছয়জন এবং লোভাছড়া ও উৎমাছড়া পাথর কোয়ারিতে পাথর তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন চার শ্রমিক।