হাওর ডেস্ক ::
পরীক্ষার সময় কোনও রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৩ ফেব্রয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষার শুরুতে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষাচলাকালে কোনও দল যেন এমন কর্মসূচি না দেয়, যাতে শিক্ষার্থীরা সংকটে পড়ে।’
দীপু মনি বলেন, ‘পরীক্ষার্থীদের জিম্মি করে কোনও প্রতিষ্ঠান চালাতে পারবে না। যেসব প্রতিষ্ঠান প্রবেশপত্র নিয়ে পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ভবিষ্যতে প্রবেশপত্র আগে দেওয়ারর ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী।
প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।