দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান তালুকদার শতাধীক কর্মী সমর্থক নিয়ে এলাকার সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের হাতধরে আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার মোটর সাইকেল শুভাযাত্রার মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা আওয়া মীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজউদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সস্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট অভিরাম তালুকদার প্রমুখ।
গত উপজেলা নির্বাচনে একদিনের ব্যবধানে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হন। বিএনপি থেকে নির্বাচিত হয়ে দুই বছরের ব্যবধানে পুনঃরায় আওয়ামী লীগে ফিরে আসেন। তার এই ফিরে আসাকে আওয়ামী লীগ ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলে মন্তব্য করেছে। বিএনপি বলছে নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তিনি বিএনপিতে যোগদান করে স্বার্থ হাসিল করে আবার স্বার্থের জন্যই আওয়ামী লীগে যোগ দিয়েছেন এমনটা বলছেন বিএনপির নেতাকর্মীরা।