স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহিদ কলেজের চার ছাত্রকে স্মরণ করেছেন আয়োজকরা। উৎসবের র্যালি শেষে চার শহিদ স্মরণে শহিদ স্বজনদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। পরে মঞ্চে এসে শহিদ পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। উদ্বোধনী এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সুখেন্দু সেন ও শামস শামীম।
মুক্তিযুদ্ধে শহিদ চার ছাত্রের স্বজনরা প্রথমবারের মতো কলেজের পক্ষ থেকে ৭৫ বছর পূর্তির ঐতিহাসিক মুহুর্তে সম্মাননা ক্রেস্ট পেয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
শহিদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার ছোট ভাই এই কলেজেরই ছাত্র এ কে এম আজিজ, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসের ক্রেস্ট গ্রহণ করেন তার বোন ফুলু রাণী দাশ, শহিদ মুহম্মদ আলী আজগরের ক্রেস্ট গ্রহণ করেন তার ভাতিজা মো. মকবুল হোসেন এবং শহিদ তালেব আহমদের ক্রেস্ট গ্রহণ করেন তার ছোট ভাই এডভোকেট শামসুল ইসলাম।
শহিদ স্বজনদের হাতে ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, আওয়ামী লীগ সভাপতি ও কলেজের প্রাক্তন ছাত্র মতিউর রহমান, কলেজ অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।