স্টাফ রিপোর্টার::
ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজ এক সময় ছাত্র-নেতাদের পদচারণা ও নিয়মতান্ত্রিক আন্দোলনে মুখর ছিল। সেই তারকা ছাত্রনেতাদের অনেকেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। যারা আছেন জীবন ও জীবিকার প্রয়োজনে বাস করছেন বিভিন্ন প্রান্তে। কিন্তু কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান তাদেরকে একমোহনায় এনে দাড় করিয়ে দিয়েছে। প্রাক্তন সেই তারকা ছাত্রনেতাদের মঞ্চে পরিচিতি পর্বে তাদের সম্পর্কে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী ও দর্শকদের সংক্ষিপ্তাকারে উপস্থাপন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতা নাদির আহমদ। কলেজ প্রতিষ্ঠা থেকে কলেজ সংসদ চালু পর্যন্ত সকল জিএস ও ভিপিদের নাম শোনান তিনি।
উপস্থিত তারকা ছাত্র নেতাদের মধ্যে মঞ্চে ভিপি জিএসদের থেকে ডেকে নেওয়া হয় সাবেক ভিপি শামসুন্নাহার রব্বানী শাহানা, বিনোদ রঞ্জন তালুকদার, দীপঙ্কর সেন বিভু, বোরহান উদ্দিন দোলন, মোজাম্মেল হক মুনিম প্রমুখ। তাছাড়া বিভিন্ন ছাত্রসংদের প্যানেলে নির্বাচিত অন্য সদস্যদেরও ডেকে আনা হয় মঞ্চে। তারকা ছাত্রনেতাদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রাক্তন ভিপি এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা।