স্টাফ রিপোর্টার::
কাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১২১৫জন। জেলায় চেয়ারম্যান পদে ৪জন এবং সাধারণ সদস্য পদে ৭২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২০জন প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে ভোটাররা জানিয়েছেন চেয়ারম্যান পদে মূল লড়াই হবে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের মধ্যে।
এদিকে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স টহল দিবে। পুলিশের প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকবে। র্যাব ও বিজিবির নিয়মিত টহলও থাকবে। তাছাড়া ভ্রাম্যমাণ টিম থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে।
শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।