স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল গণি ট্রাস্টের উদ্যোগে প্রথম বারের মতো অষ্টম শ্রেণির ৪০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান করা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে এককালীন নগদ অর্থ, সনদ ও বই প্রদান করা হয়। শুক্রবার সদর উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণতলা উচ্চবিদ্যালয়ে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নদীর উত্তরপাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকবৃন্দ অতিথি হিসেবে বক্তব্য দেন।
২০১৯ সালের ১৫ নভেম্বর প্রথম বারের মতো আব্দুল গণি ট্রাস্টের উদ্যোগে ৮ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরীক্ষায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। চারটি ক্যাটাগরিতে ৪০ জনকে বৃত্তি প্রদান করা হয়। উন্মুক্ত ট্যালেন্টপুল পাঁচজনকে, টেলেন্টপুল ৯জন, সাধারণ গ্রেডে ২১ জন, জেডিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আরো পাঁচজনকে বৃত্তিপ্রদান করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা নদীর উত্তরপাড়র নয়টি উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণীর কয়েকশ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রথম বারের মতো ৪০জন মেধাবীকে বাছাই করে বৃত্তিপ্রদানের জন্য চূড়ান্ত করা হয়। নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মিরেরচর ই্য়াকুবিয়া দাখিল মাদ্রাসা, ঝরঝরিয়া লালমিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যায়, লুমিনাস একাডেমির শিক্ষার্থীরা বৃত্তিপরীক্ষায় অংশ নেয়।
শুক্রবার বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল গণি ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ট্রাস্টের মহাসচিব, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার এম নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ ফাদার দিলীপ সরকার, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মীরেরচর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার জমির উদ্দিন মাসুক, সৈয়দপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, ঝরঝরিয়া লালমিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক বুরহান উদ্দিন, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষানুরাগী মো তাজুল ইসলাম, শাহনূর, শফিকুর রহমান মধু মিয়া, সাবেক চেয়ারম্যান ওসমান গণি, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, অডিট সুপার শাহ আলম ও সিলেট সরকারি এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জোস্না বেগম, ট্রাস্টের মমিনুল ইসলাম।
ট্রাস্টের পক্ষ থেকে প্রথম বারের মতো মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আফরিন জামান, মোবারক হোসেন, নাজমুল হাসান সুমন, তানজিনা আক্তার, শান্তা বেগম, সুমন আহমদ, মেরাজ আহমদ, সাবিহা সুলতানা, লাকি আমিনুল ইসলাম, নাসিমা আক্তার, লিটন মিয়া, সুবর্ণা আক্তার,
আশরাফুল ইসলাম শাওন , মোমিনুল মিয়া, মহিমা আক্তার মুন্নি, রুবাইয়া তানজিম, রকিবুল হাসান সুমন, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান সামিয়া, সানজিদা আক্তার, ইকরাম হোসেন ইমন, কামরুন আক্তার, শাহিদা আক্তার, কবিতা ইসলাম কেয়া, মাসুমা আক্তার তিন্নি, শিল্পী আক্তার, তৃষা আক্তার, মাসুমা আক্তার, তানজিনা আক্তার, রাকিবা আক্তার, সাইদুল মিয়া, মাহমুদুল হাসান তারেক, আয়শা সিদ্দিকা কেয়া মনি, ইয়াসিন মিয়া, আমির হোসেন, খাদিজা বেগম, আবিদা সুলতানা, সাদিয়া খাতুন, সুরমা আক্তার ও সোহাগ মিয়া। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন নগদ টাকা, বই ও সনদ প্রদান করা হয়।