বিশেষ প্রতিনিধি::
লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট লেখক সাংবাদিক নবাব উদ্দিনের বই নিয়ে সুনামগঞ্জে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রেসক্লাবের সৌজন্যে মঙ্গলবার বিকেলে শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আড্ডায় লেখক-সাবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত লেখক নবাব উদ্দিনও উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সহসভাপতি শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠক আড্ডা আলোচনায় বক্তব্য দেন নবাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক হোসেন তওফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক বজলুল মজিদ চৌধুরী খসরু, প্রবাসী সাংবাদিক ইশতিয়াক রুপু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, লতিফুর রহমান রাজু, লন্ডনপ্রবাসী সাংবাদিক ও গল্পকার সাঈম চৌধুরী, আ স ম মাসুম প্রমুখ। অনুষ্ঠানে নবাব উদ্দিন সম্পাদিত বর্ণবাদী হামলায় শহিদ আলতাব আলীর উপর বিশিষ্ট লেখকদের নিয়ে প্রকাশিত সংকলন ‘দ্যা রেসিস্ট অব আলতাব আলী’, ‘যেতে যেতে পথে’ এবং নবাব উদ্দিন স্মারকগ্রন্থ ‘দীপ্তপথ চলা’র পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ।
লেখক-পাঠক আড্ডায় বক্তারা বলেন, নবাব উদ্দিন বৃটেনের প্রভাবশালী পত্রিকা জনমতের সম্পাদক হিসেবে দীর্ঘ তিন দশক ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রবাসী বাঙালিদের অধিকার আদায়ে তিনি সবসময়ই সোচ্চার ছিলেন। বৃটেনের প্রবাসী বাঙালিদের মধ্যে তিনি জনগণের ‘নবাব’ হয়েই আছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিড়া সংগঠক পারভেজ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।