স্টাফ রিপোর্টার::
মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জে দুই শতাধিক দরিদ্র কৃষক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে কৃষক লীগের দলীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের আগে জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, শাহ আলম শেরুল, সদস্য সালমা আক্তার চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগ জন্মলগ্ন থেকেই কৃষকদের পাশে থেকে কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা কৃষকরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার। বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করছে।’