মো আব্দুল শহীদ :
সুনামগঞ্জের বিশিষ্ট সাধক ব্যক্তিত্ব পীর মরহুম আঞ্জব আলী সাহেবের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া, মারফতি গান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদেকপুর গ্রামের চেয়ারম্যান বাড়িতে উরস মোবারক অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক মো আব্দুস সালাম এর সভাপতিত্বে ও বাজার কমিটির সহ-সভাপতি মো আব্দুল লতিফের উপস্থাপনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার হাছান শাহরিয়ার, এডভোকেট মোশাহিদ আলী, ব্যবসায়ি নাছির উদ্দীন জুনেদ, ইউপি-সদস্য মতিউর রহমান, শাহিন চেšধুরী, অসীম কুমার পাল, বকুল তালুকদার, সতিন্দ্র তালুকদার, আব্দুল্লাহ, মনসুর আহমেদ, রিপ্রেজেনটেটিব শফি আহমেদ, এসিআই ম্যানেজার আব্দুস সালাম ও সেলিম উদ্দীন প্রমুখ। বাদে সাদকপুর গ্রামবাসীর উদ্যোগে ও পরিবারবর্গের আয়োজনে পীর আঞ্জব আলী সাহেবের নিজ বাড়িতে রাত ৮ হতে রাত ১২ টা পর্যন্ত গান অনুষ্ঠিত হয়। উনার বিদেয়ী আতœার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন বাউল চানমিয়া । অনুষ্ঠানের শুরুতে গান গাইলেন বিখ্যাত সুরকার বাউল শিল্পী সফর, তোতা মিয়া, হিরামন, মোর্শেদ আহমদ। উরস মোবারক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু-মুসলমান ভক্তবৃন্ধরা অংশ গ্রহন করেন।