স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জে ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্রে বুধবার সকাল ৯টা থেকে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রের সামনে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের চেক করে কেন্দ্রে ডুকতে দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে জেলার ১৫ টি ওয়ার্ডে মোট ভোটার ১২১৫জন। চেয়ারম্যান পদে ৪জন, সাধারণ সদস্যপদে ৭২জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ২০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম, পুলিশের দুটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং ফোর্সসহ র্যাব-পুলিশের নিয়মিত টহল রয়েছে।
এদিকে জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট স্থানীয় মাংসদদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন।