স্টাফ রিপোর্টার::
কেবল মুখে বোল ফুটেছে। রয়ে গেছে জড়তা। স্বাধীন হাঁটাচলা এখনো স্বাভাবিক হয়নি। কিন্তু আনন্দ উদযাপনে পিছিয়ে নেই কোমলমতি শিক্ষার্থীরা। কেউ বর, কেউ কনে, কেউ গাইয়ে-নাচিয়ে, কেউ, রাধা-কৃষ্ণ বা নানা রূপে সেজে নিজেদের রাঙ্গিয়ে উপস্থিত হয়েছিল। কেউ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক হিসেবে সেজেগুজে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই নাচ, গান, আবৃত্তি, অভিনয়, চিত্রাঙ্কন দিয়েও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সুনামগঞ্জ শহরের প্রথম অত্যাধুনিক মনোরম পরিবেশের কিন্ডার গার্টেন ফারিহা একাডেমিতে এভাবেই বৃহষ্পতিবার প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
প্লে-থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সবগুলো ইভেন্টে আলাদাভাবে নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা উপভোগ করেন শিক্ষক-অভিভাবকবৃন্দ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন রুনা লেইস, সৌরভ দাস, দেবাশীষ তালুকদার শুভ্র, তম্ময় দাস, জাহানারা রহমান, তৃণা তালুকদার, আদিত্য চক্রবর্তী প্রমুখ।