স্টাফ রিপোর্টাার::
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরেই সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা পুষ্পাঞ্জলি প্রদানের পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। একুশের প্রথম প্রহরেই শহিদমিনার মুখি জন¯্রােত লক্ষ্য করা গেছে। প্রভাতফেরিতেও সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারমুখি জনতার ¯্রােত ছিল।
একুশের প্রথম প্রহরে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, উপপরিচালক, স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।