স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে মোফাজ্জল হোসেন নামে এক সুদখোর আটকের পর মুছলেকায় মুক্তি পেয়েছে থানা পুলিশ হেফাজত থেকে। বৃহম্পতিবার তাকে উপজেলা সদর থেকে আটক করা হয়।,
সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা গেছে, সুদে নেয়া লাভের টাকা পরিশোধ করতে না পরায় উপজেলার সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে মারধর ও শারিরীকভাবে লাঞ্চিত করেন সুদের টাকা পাওনাদার (সুদখোর) মোফাজ্জল।
শুক্রবার সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবী রাণী তালুকদার বলেন, পারিবারীক সমস্যার কারনে গত দু’বছর পুর্বে মাসিক দশ হাজার টাকা লাভ পরিশোধ শর্তে লক্ষাধিক টাকা সুদে এনেছিলাম মোফাজ্জলের নিকট হতে।
লেনদেন মেটাতে দুটি চেকের বিরীতে ১ লাখ দশ হাজার টাকা পরিশোধ করি। কিন্তু সুদে নেয়া টাকার কয়েকমাসের লাভের টাকা পরিশোধ করতে পারিনি বলে মোফাজ্জল আমাকে প্রকাশ্যে মারধর ও শারিরীকভাবে লাঞ্চিত করেন।
শুক্রবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্ধ বিষয়টি সালিসে নিষ্পক্তি করবেন বলে আশ্বস্থ করলে মুছলেখা রেখে থানা পুলিশের হোফাজতে আটক মোফাজ্জলকে ছেড়ে দেয়া হয়।