স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা দীপঙ্কর কান্তি দে এর নেতৃত্বে জেলা পরিষদ নির্বাচনে বিপুলে ভোটে বিজয়ী তৃণমূল প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্র লীগ। বৃহষ্পতিবার সন্ধ্যায় নূরুল হুদা মুকুটের বাস ভবনে তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। নূরুল হুদা মুকুট ছাত্র লীগকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দ্বীকবিজয় চৌধুরী রিংকু, জেলা ছাত্রলীগ সদস্য অভিজিত চৌধুরী টিংকু, জেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক অনন্ত নারায়ণ জনি, গৌতম তালুকদার দ্বীপ, বিধান দাস, টিটু পাল, নির্মল রায়, মিটু বনিক, অমিয় মৈত্র, তানভীর আহমেদ সোহান, তারেক আহমেদ, লিখন আহমেদ, জে রায় জয়, জ্যোতিমর্য় বনিক দীপ্ত, প্রান্ত সরকার অর্নব, সৈকত মৈত্র, সোহাগ আহমেদ, সজিব চাকলাদার, ফাহিম আহমেদ, দীপ্ত কান্তি দাস, প্রেমজিত দাস, নিউটন সরকার, স্বপন আচার্য্য, রনি নাগ, দীপ্ত রায়, প্রান্ত দাস প্রমুখ।