স্টাফ রিপোর্টার::
গত বুধবার সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কাস্টিং ভোটের অনেক কম ভোট পাওয়ায় জামানত খোয়ালেন আলোচিত চেয়ারম্যান প্রার্থী লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী এবং চঞ্চলা দাস। আহবাব চৌধুরী ৪ ভোট এবং চঞ্চলা দাস ২ ভোট পেয়েছেন।
জেলার ১২১৫ ভোটের মধ্যে ১২০৮ জন ভোটার ভোট প্রদান করেন। চেয়ারম্যান প্রার্থী লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ এবং চঞ্চলা দাস আনারস প্রতীকে পেয়েছেন মাত্র ২ ভোট। ফলে নির্বাচন কমিশনে জামানত রাখা ২০ হাজার টাকা ফেরত পাবেন না তাঁরা।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা সহকারি রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, দুই চেয়ারম্যান কাস্টিং ভোটের অনেক কম পাওয়ায় তাদের জামানত বাতিল বলে গণ্য হবে।