সাইফ উল্লাহ:
সুনামগঞ্জে জতীয় ভোটার দিবস- ২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ০২ মার্চ, ২০২০ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, সুনামগঞ্জের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার, মো: মিজানুর রহমান বিপিএম। এসময় উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নাগরিকত্ব প্রদানে যারা দায়িত্বশীল রয়েছেন সকলের তার কাজটি সৎভাবে করতে হবে। ভোটার তালিকায় যেনো কোন রকমের দুর্নীতি না হয় বা বিদেশী নাগরিক অন্তর্ভুক্তি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে কোন নাগরিক সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার তালিকায় ছবি সংযুক্ত থাকায় এখন আর কেউ দুইবার ভোটার হতে পারবেন না। তিনি, সরকারের দেওয়া সুযোগের অপব্যবহার না করার জন্য অনুরোধ জানান। এবছরের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”।