তাহিরপুর (সুনামগঞ্জ ) প্রতিনিধি
জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে নিহত কিশোর শহিদ নুর (১৬) খুনে অভিযুক্ত ঘাতক চাচাত ভাই আব্দুল কাদিরকে (২৬) গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বড়গোপ টিলা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য উপজেলার বাদাঘাট ইউনিয়নে টেকেরগাঁও (ঘাগটিয়া) গ্রামে জমি নিয়ে বিরোধ মীমাংসার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে আব্দুল কাদির তার আপন চাচা নাসির উদ্দিনের(৫৫) উপর হামলা চালায়। এ ঘটনায় আব্দুল কাদিরের চাচাতো ভাই শহিদ নুর নিহত হয় এবং শহিদ নুরের বাবা গুরুতর আহত হয়। আব্দুল কাদির গ্রামের মৃত নবীকুলের ছেলে। মৃত নবীকুল ও নাসির উদ্দিন আপন ভাই ও নিকটবর্তী বাড়ির বাসিন্দা।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়েছে।