হাওর ডেস্ক ::
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত। এ বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে পারে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
শনিবার (৭ মার্চ) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ৩৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।