স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস মোকাবেলায় হাওরের জেলা সুনামগঞ্জেও নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা সদর হাসপাতালে ৫০ বেডের এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ বেডের আলাদা ব্যবস্থা করা হচ্ছে। আজ মঙ্গলবার জেলা সদরের ইপিআই ভবনে করোনা ভাইরাস নিয়ে মেডিসিন কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট, মেডিকেল অফিসারসহ ৫০ জনকে নিয়ে ওরিয়েন্টেসন করা হবে। এছাড়া প্রত্যেক উপজেলায় ৫ বেডের আলাদা ব্যবস্থা করা হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বিষয়ক লিফলেট ২-১ দিনের মধ্যে বিতরণ শুরু হবে। মঙ্গলবার মেডিসিন কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ ৫০ জনকে ওরিয়েন্টেশন দেওয়া হবে।
সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে ওয়ার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এই ভবন এখন শূন্য। ওখানে ২৫ বেড মহিলা ও ২৫ বেড পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওখানেই চিকিৎসা দেওয়া হবে। একইভাবে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে হওয়া নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে একই ধরণের ব্যবস্থা করা হবে। কোন প্রবাসী দেশে ফিরলে, তাকে তার নিজের বাড়িতেই আলাদা কক্ষে কমপক্ষে ২ সপ্তাহ থাকার পরামর্শ দেওয়া হবে।
বাংলাদেশে করোনা ভাইরাসে তিন জন আক্রান্ত হবার সংবাদ সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)’এর পরিচালক মীরজাদী সেব্রিনা ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলা সদরে।