স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উত্তর পূর্বকোণে মল্লিকপুর এলাকায় ভোজন রেস্টুরেন্ট যাত্রা শুরু করেছে। সম্প্রতি এই রেস্টুরেন্টের আনুষ্টানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। খাবারের সর্বোচ্চ মান নিয়ে যাত্রা শুরু করা ভোজন রেস্টুরেন্টটি ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পারিবারিকভাবে অনেকেই নতুন এই রেস্টুরেন্টে রসনা তৃপ্তি নিয়ে খেতে দেখা গেছে। তাছাড়া উন্নত খাবারের সুলভ মূল্যের কারণেও ক্রেতার সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্টরা জানান, রাত দিন এই রেস্টুরেন্টটি গ্রাহকদের সেবায় খোলা থাকে। দুপুর ও রাতের খাবারে তরকারি ম্যানুর সঙ্গে ডাল ভাত ফ্রি। রয়েছে অন্তত ১০ প্রজাতির নানা পদের সুস্বাদু ভর্তা। নিয়মিত ম্যানুতে মাংস, মাছ, শাক স্বজিসহ নানা পদের সুস্বাদু তরকারি রয়েছে। এছাড়া পারিবারিক অনুষ্ঠানেরও ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য ভোজন রেস্টুরেন্টটি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদের মালিকানাধীন মার্কেটে চালু হয়েছে।
ব্যবসা পরিচালনা করছেন সিলেট ভোজনবাড়ির কয়েকজন পরিচালক।
এদিকে ভোজন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন আসকের জেলা সভাপতি মো. ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, সাংবাদিক শামস শামীম, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, আহসান জামিল আনাস প্রমুখ।