স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের প্রায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে বিদ্যালয় ক্যাম্পাসে আনন্দে মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হযরত আলী জানিয়েছেন জেলা শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মল্লিকপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়। পরে একযোগে সারা জেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতেই নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও প্রতিটি উপজেলায় বই উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ সুনামগঞ্জে বই উৎসব উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।