সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হবে। গ্রন্থীর সম্পাদক শামীম শাহানের সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত নব্বই দশকের গুরুত্বপূর্ণ ছোটোকাগজ ‘গ্রন্থীর’ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে সারা বাংলাদেশ থেকে সত্তরেরও অধিক লেখক-কবি অংশগ্রহণ করবেন।
সম্মেলনে উদ্বোধন পরবর্তী বিভিন্ন বিষয়ের অধিবেশন পরিচালিত হবে। অধিবেশনগুলো হচ্ছে পর্যায়ক্রমে ‘তিনদশকে গ্রন্থী’, ‘ছোটকাগজ, এই সময়ে’, ‘একালের কথা সাহিত্য : গতি ও প্রকৃতি’, ও ‘একালের কবিতা : গতি ও প্রকৃতি’। এছাড়া রয়েছে বিভিন্ন পর্বে কবিকণ্ঠে কবিতাপাঠ। কবিতাপাঠে নবীন-প্রবীণ কবিরা কবিতা পাঠ করবেন।
সম্মেলনে অংশগ্রহণকারী লেখকরা হচ্ছেন- অপূর্ব শর্মা, আবিদ ফায়সাল, আবুল ফতেহ ফাত্তাহ্, আলফ্রেড আমিন, আলতাফ শাহনেওয়াজ, আলতাফ শাহনেওয়াজ, আলমগীর শাহরিয়ার, আহমদ জুনায়েদ, আহমদ মিনহাজ, আহমাদ মোস্তফা কামাল, এ কে শেরাম, এনামুল কবির, ওবায়েদ আকাশ, কবির হুমায়ুন, খলিল মজিদ, খালেদ উদ্দীন, জফির সেতু, জয়নাল আবেদীন শিবু, জাকির জাফরান, জাকির তালুকদার, জালাল কবির, জিললুর রহমান, জাহিদ সোহাগ, তুষার কর, নাজমুল হক নাজু, পাঁশু প্রাপণ, পুলিন রায়, প্রশান্ত মৃধা, ফজলুররহমান বাবুল, ফজলুল হক, বিজিৎ দেব, বেলাল আহমদ, মনিরুজ্জামান মিন্টু, মনিরুল ইসলাম, মনিরুল মনির, মালেকুল হক, মাশুক ইবনে আনিস, মাসুদ পারভেজ, মাহবুবুল হক, মুজাহিদ আহমদ, মুহম্মদ ইমদাদ, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মোস্তাক আহমাদ দীন, রাজীব চৌধুরী, রিজোয়ান মাহমুদ, লায়লা ফেরদৌস, লায়েক আহমদ নোমান, শামস নূর, শামস শামীম, শামীম রফিক, শামীম রেজা, শামীম শাহান, শাহেদ কায়েস, শেখ লুৎফর, সরকার আশরাফ, সরোজ মোস্তফা, সাকিরা পারভীন, সারওয়ার চৌধুরী, সালমা বাণী, সুমনকুমার দাশ, সুফি সুফিয়ান, সৈকত হাবিব, সৌমিত্র দেব, সৈয়দা তুহিন চৌধুরী, স্বকৃত নোমান, হাবিবুর রহমান এনার, হাফিজ রশিদ খান, হেনরী স্বপন, হোসনে আরা কামালী।
সম্মেলনে লেখক-কবি ছাড়াও ১৫০ জন অংশগ্রহণকারী সুধী, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেছেন। সম্মেলনে শুধুমাত্র নিবন্ধনকারীরাই অংশগ্রহণ করবেন।