1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জ শহিদ মিনার নিয়ে মামলা: বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানাতে কালোকাপড় অবমুক্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৯.০৮ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের অস্তিত্ব অস্বীকার করে মামলা প্রত্যাহার, শহিদ মিনারের ভূমিতে বাণিজ্যিক মার্কেট অপসারণ ও শহিদ মিনার এলাকায় ইনজাংশন তুলে নেওয়াসহ ছয় দফা দাবিতে প্রতিবাদ স্বরূপ সুনামগঞ্জ শহিদ মিনারের বেদি কালো কাপড়ে ঢেকে দেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একদিনের জন্য কালো কাপড় অবমুক্ত করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহিদ মিনারের ভূমি উদ্ধারের দাবিতে আন্দোলনরত মুক্তিযোদ্ধারা নিজ উদ্যোগে কালোকাপড় অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মদিনে সর্বস্তরের জনতার শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর আগামী ১৮ মার্চ থেকে প্রতিবাদ স্বরূপ আবারও কালোকাপড়ে ঢেকে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। দাবি মানা না হলে তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে বলেও জানিয়েছেন তারা।
গত ৮ মার্চ জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করে শহিদ মিনারের ভূমি উদ্ধার ও শহিদ মিনার নিয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালনের পর শহিদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করে কালোকাপড়ে মূল বেদি ঢেকে দিয়েছিলেন তারা। ওইদিন মুক্তিযোদ্ধারা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রবেশ করে প্রধানমন্ত্রী ও বিচারপতি বরাবর একই দাবিতে স্মারকলিপিও প্রদান করেছিলেন।
সোমবার কালোকাপড় অবমুক্তকালে মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে লড়েছিলাম। আমাদের সুনামগঞ্জ শত্রুমুক্ত করে ১৯৭১ সনের ৬ ডিসেম্বর থেকেই আমরা নিজেরা শহিদ মিনার নির্মাণ করে ১৬ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছিলাম। আমাদের অনন্য শহিদ মিনার অস্বীকার করে আদালতে মামলা দায়ের, সম্প্রতি শহিদ মিনারের ভূমিতে ইনজাংশন জারি এবং শহিদ মিনার এলাকায় দুই দিকে বাণিজ্যিক মার্কেট নির্মাণের প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করে আসছি। প্রতিবাদস্বরূপ আমরা গত ৮ মার্চ কালো কাপড়ে শহিদ মিনার ঢেকে দিয়েছিলাম। এখনো আমাদের দাবি মানা হয়নি। উল্টো হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন উপলক্ষে কালো কাপড় অভমুক্ত করেছি। আগামী ১৮ মার্চ থেকে আবারও শহিদ মিনার কালো কাপড়ে ঢেকে আমাদের দাবি আদায়ের কর্মসূচিতে ফিরে যাব।
এসময় মুক্তিযোদ্ধারা শহিদ মিনার এলাকায় নির্মিত স্থাপনা অপসারণ ও শহিদ মিনারের অস্তিত্বহীন করার মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
শহিদ মিনার কালো কাপড় অবমুক্তকালে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার হাজী নূরুল মোমেন, সাবেক ডেপুটি কমা-ার আবু সুফিয়ান, সদর উপজেলার সাবেক কমা-ার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন, মুক্তিযোদ্ধা হাসনু মিয়া, মুক্তিযোদ্ধা রেনু মিয়া, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা শাহীন চৌধুরী, মুক্তিযোদ্ধা জহির মিয়া, মুক্তিযোদ্ধা জয়নাল মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!