স্টাফ রিপোর্টার::
গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ২ হাজার ২৮৮ জন প্রবাসী বিদেশ থেকে এসেছেন। তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রাঞ্চ, ইতালি, স্পেন, কুয়েত, ওমান, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তবে স্বাস্থ্যবিভাগ মাত্র ৪০ জন প্রবাসীকে হোমকোয়ারেন্টাইনে রাখার কথা স্বীকার করলেও বিপুল প্রবাসীর কোন তথ্যই জানেনা। এই প্রবাসীরা এখন প্রকাশ্যে ঘুরাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সিভিল সার্জন ডা. শামসুদ্দিনের কাছে এক সপ্তাহ আগে প্রবাসীদের তালিকা পাঠানো হলেও তিনি রহস্যজনক কারণে নীরব রয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
এদিকে সুনামগঞ্জে বিপুল প্রবাসীর প্রবেশ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা হোম কোয়ারেন্টাইন না মানায় করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে নিজেদের পরিবারেই। এদিকে এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মানুষজন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় এবং বাজার মনিটরিং কমিটির সভায় গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ২২২৮ জন প্রবাসী দেশে এসেছেন বলে জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।