স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর শহরের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। সোমবার পৌর মেয়র নাদের বখতের উদ্যোগে ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় শহরের ভ্রাম্যমাণ মানুষের সুবিদার্থে এই ব্যবস্থা করে দেওয়া হয়।
শহরের হোসেন বখত চত্বর, কাজীর পয়েন্ট, বাজার পয়েন্ট, পুরাতন বাসস্টেন্ডসহ ৬টি স্থানে বড় ৬টি ট্যাংকি বসিয়ে সেখানে সেখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। রাখা হয়েছে সাবানের ব্যবস্থাও। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পৌরসভা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র নাদের বখত।