স্টাফ রিপোর্টার::
‘ডাক্তার হিসেবে সুনামগঞ্জের মানুষের জন্য কিছু করার সময় এসেছে। আগামীকাল (শনিবার) বিকেল থেকে আমি আমার একটি নাম্বার খোলা রাখব যার মাধ্যমে আমি করোনা থেকে সুরক্ষার জন্য সচেতনতামূলক উপদেশ ও প্রাথমিক চিকিৎসা দিব। যোগাযোগ : ডা. সৈকত দাস,01868527205 ।’ শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে শিশুরোগ বিষয়ে বিশেষ ডিগ্রি নিতে অধ্যয়নরত ডাক্তার সৈকত দাস এই স্টেটাস দেন। করোনাভাইরাসের সময়ে আতঙ্কিত এলাকার মানুষদের ভরসা দিয়ে তিনি তাদেরকে করোনা থেকে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়ার জন্য নিজের মোবাইল নম্বর দিয়ে স্টেটাসটি দেন। তার এই মানবিক স্টেটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
শনিবার সকাল পর্যন্ত ৪১৪টি লাইক, ৭০টি কমেন্ট ও ১৩ জন শেয়ার দিয়েছেন তার স্টেটাস। অসহায় মানুষের এই দুঃসময়ে টেলিফোনে করোনা বিষয়ে সচেতনা বিষয়ে ডাক্তার কর্তৃক এই পরামর্শকে আশির্বাদ হিসেবে দেখছেন।
এদিকে ডাক্তার সৈকত দাস সুনামগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জে বিভিন্ন সময়ে ফ্রি রোগি দেখে থাকেন। তিনি সমাজের অনেক অসহায় মানুষকে ফ্রি ব্যবস্থাপত্রসহ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন। সম্প্রতি ডাক্তারদের সুরক্ষার বিষয়েও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার আচেছন। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে সবাইকে এই করোনার সময় হোম কোয়ারেন্টাইন মেনে চলার আহ্বান জানাচ্ছেন।
ডাক্তার সৈকত সুনামগঞ্জ জেলা বিএমএ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।