ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের ৪ শ পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের উদ্যোগে নিজ এবং কোর্ট রোড এলাকার ক’জন বিত্তশালীর আর্থিক সহায়তায় সোমবার সকাল থেকে এসব খাদ্য সামগ্রী ঘরে-ঘরে পৌছে দেয়া হয়। পৌরসভার রেল কলোনী, ষ্টেশন এলাকা, পাটোয়ারী বাড়ী ও কোর্ট রোড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের নেতৃত্বে রেল কলোনী এলাকায় পরিচ্ছন্ন অভিযান ও জীবানু নাশক ওষুধ স্প্রে করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দূল আলিম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, উপজেলা ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক আব্দুস সহিদ বাপন, স্থানীয় হাজী সমুজ আলী, ফারুক মিয়া, সোলেমান মিয়া, এমরান আহমদ, ইকবাল হোসেন, মিন্টু ঘোষ, নকতুল ইসলাম, আখি, শিপন, বায়েজিদ, রিপন, রাজু আহমদসহ লোকজন উপস্থিত ছিলেন। ওয়ার্ডের পাটোয়ারী বাড়ী, রেল ষ্টেশনসহ বস্তি এলাকায় জসিম উদ্দিন সুমেন নিজ হাতেই বহন করে খাদ্য সামগ্রীর প্যাকেট ঘরে-ঘরে পৌছে দিয়েছেন।##