স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে (৩১ মার্চ ২০২০) মঙ্গলবার যোগদান করেছেন এই কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজিনুর রহমান। দায়িত্ব প্রদান করায় তিনি গভর্ণিং বডির সভাপতি, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ ও মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় হুইপ অ্যাড পীর ফজলুর রহমান মহোদয়সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ২০০১ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তার হাত ধরেই ২০০৪ সালে কলেজটি এমপিও ভুক্ত হয়। তিনি প্রায় ৯ বছর দায়িত্ব পালনের পর ২০১০ সালে স্থায়ী অধ্যক্ষ পদে আলী আহমদ যোগদান করেন। আজ ছিল আলী আহমদের শেষ কর্মদিবস।
অধ্যাপক সাজিনুর রহমান ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী জাকিয়া চোধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জীবদ্বাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত। তিনি কলেজ পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।