স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে বুধবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার শ্রমজীবী ২৯ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই নিয়ে তিন দিনে ১৬৭ টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। আগামিকাল বৃৃহস্পতিবার সহায়তা বিতরণের প্রস্তুতি চলছে।
আজও প্রতিটি পরিবার পেয়েছে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ টি সাবান। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কর্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী।
করোনাপরিস্থিতিতে বিপাকে পড়া শ্রমজীবী অসহায় মানুষদের সহায়তায় সংগঠনের কর্মীদের কাছে বুধবার যাঁরা অর্থ দিয়েছেন তাঁদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বুধবার অর্থ দিয়েছেন- জনাব হাফিজ রহমান ১০০০ টাকা, শিহাব উদ্দিন ৫০০ টাকা, জনাব অ্যাড. বজলুর রশিদ ১০০০ টাকা, আনসারুল হক ১০০০০ টাকা, জনাব মো. আবদুল বারেক ২০০০ টাকা, জনাব বিজন সেন রায় ১০০০ টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া: যে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। তারপর যাদের সহায়তা দেওয়া হয় তাদের একেবারে কাছাকাছি দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। এরপর দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। পরে দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় সহায়তা গ্রহণকারীদের কোনো ছবি তোলা হয় না।
‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন। অর্থ সহায়তা দিতে পারেন। তারা পুরো জেলায় এই কাযর্ক্রম ছড়িয়ে দিতে চান।
প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু), ০১৭১৬-২৯৫৮৫০ (অ্যাড. সালেহ আহমদ), ০১৭১৮-৩৪৫৯৭৫ (পঙ্কজ কান্তি দে), ০১৭১৫-৪০৯৫৫২ (খলিল রহমান)। বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু)।