তাহিরপুর প্রতিনিধি:
ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব মেনে চলা, খুব প্রয়োজন না হলে নিজ ঘরের মধ্যে থাকা। কোন উপদেশই মানছেন না সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরপাড়ের জেলেরা। প্রতিদিনই তার দলঁেবধে হাওরে মাছ ধরতে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, অধিকাংশ জেলেই অসচেতনতার জন্যই হোম কোয়ারেন্টিন মানছেন না। সংখ্যায় এসব জেলের সংখ্যা প্রায় আড়াই শতাধিক। প্রতিদিন ভোরে এ সকল জেলেরা দলবদ্ধ হয়ে হাওরে মাছ ধরতে যান আবার দুপুরে ফিরে আসেন। তবে এ সকল জেলেদের অনেকেই অভাবের কারণে বাধ্য হয়েই মাছ ধরতে হাওরে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা দুর্গম টাংগুয়ার হাওরপাড়ের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, হাওরপাড়ের প্রায় আড়াই শতাধিক জেলে প্রতিদিন টাংগুয়ার হাওরের বিভিন্ন বিলে দলবদ্ধ হয়ে মাছ ধরতে যায়। তিনি জানান, হাওরপাড়ের অনেক বাসিন্দাই করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ কে আমলে নিচ্ছেন না। তাছাড়া হাওরে গেলেই মাছ ধরে টাকা আসে তাই তারা দলবেঁধে মাছ ধরতে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।