স্টাফ রিপোর্টার::
গত ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎস ছাড়া অন্য কাউকে পিপিই না পড়ার আহ্বান জানালেও এখনো পিপিই’র যথেষ্ট অব্যবহার হচ্ছে। ওইদিন প্রধানমন্ত্রী বলেছিলেন যাদের পিপিই পড়তে দেখা যাবে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হবে।
এদিকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন পিপিই পড়ে তার নির্বাচনী এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। তিনি বৃহষ্পতিবার হঠাৎ তার জন্ম এলাকা মধ্যনগরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাদা পিপিই-তে ঢাকা ছিলেন। তার সঙ্গে যারা ছিলেন সবাই ছিলেন কেবল মাস্ক পড়া।
মোয়াজ্জেম হোসেন রতনের পিপিই পড়ে জনসচেতামূলক লিফলেট বিতরণের ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্যক মন্তব্য করছেন। এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।