স্টাফ রিপোর্টার::
করোনা সক্রমণ রোধে সচেতনতা তৈরি করতে সুনামগঞ্জে বৃহস্পতিবার জরুরি কাজ ছাড়া মানুষকে ঘরে রাখতে সেনা বাহিনীর ৬ টি দল পৃথকভাবে পৃথকভাবে প্রত্যন্ত এলাকায় ঘুরেছে। জরুরি প্রয়োজনে বের হলে সামাজিক দুরত্ব মেনে চলাচল করতে, নিত্যপণ্যের দোকানের সামনে বৃত্ত চিহিৃত করে ক্রেতা কোথায় দাঁড়াবে, বিক্রেতা কীভাবে ক্রেতার কাছ থেকে অর্থ দেবে পণ্য কীভাবে ক্রেতাকে তুলে দেবে এসব শিখিয়ে দেন।
সকাল থেকে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক ও বিশ^ম্ভরপুর উপজেলায় সেনাবাহিনীর ৬১ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব ও উপ-অধিনায়ক মেজর আসিফ তানভির রেজা খানের নেতৃত্বে ৪ টি এবং সেনাবাহিনীর ৪০ বি ও ৪২ বি বেঙ্গল রেজিমেন্টের আরও দুটি দল জেলার প্রত্যন্ত এলাকায় গিয়েছে।